ব্যবহার বিধি

সর্বসত্ত্ব সংরক্ষিত। এই সাইটের কোন অংশ রবি আজিয়াটা লিমিটেড (রবি)-এর হতে গৃহীত পূর্বানুমতি ব্যতিরেকে যেকোনো প্রকার ইলেক্ট্রনিক, যান্ত্রিক, ফটোকপি, রেকর্ডিং, স্ক্যানিং বা অন্য কোন উপায়ে পুনর্যোজন, প্রেরণ, প্রতিলিপিকরণ এবং পুনরুদ্ধার ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ অথবা ভাষান্তরকরণ করা যাবে না । সফটওয়্যার, পেটেন্ট, ডিজাইন, মেধাসত্ব এবং সোর্স কোডের নাম বা শিরোনাম (এক্ষেত্রে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য হেডার ফাইল এবং প্রদর্শনী কোড) রবি’র একচ্ছত্র সম্পত্তি হিসেবে বিদ্যমান আছে এবং ভবিষ্যতেও বিদ্যমান থাকবে।

এই সাইট ব্যবহারের ক্ষেত্রে রবি আপনাকে/আপনাদেরকে কোন প্রকার নির্ভুলতা কিংবা ত্রুটিহীনতার নিশ্চয়তা বা নির্ভরতার অঙ্গীকার করে না এবং আপনি এই মর্মে সম্মত হন যে রবি কোন প্রকার পূর্বঘোষণা ব্যতিত যে কোন সময় অনির্দিষ্টকালের জন্য এই সাইটের বিষয়বস্তু সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, প্রত্যাহার অথবা সম্পূর্ণ বাতিল করার অধিকার রাখে । সুতরাং এই সাইটে আপনার অব্যাহত ব্যবহার সম্মতির পরিচায়ক হিসেবে গণ্য হবে।

আপনি এই মর্মে আরো সম্মত হন যে, সাইটটিতে প্রবেশ বা সাইট ব্যবহারের সক্ষমতা ও অক্ষমতা আপনার নিজস্ব বিবেচনা অর্থাৎ এই বিষয়ে ঝুঁকি আপনার উপর নির্ভরশীল । রবি এবং এর পরিচালক, কর্মচারী, অধিভুক্ত কোন প্রতিনিধি, এজেন্ট, ঠিকাদার, নীতিনির্ধারক বা লাইসেন্সদাতাগন এই সাইটে আপনার ব্যবহার/ ভিসিট/ প্রবেশাধিকারের কারনে উদ্ভুত ক্ষতির জন্য অথবা এই সাইট ব্যবহারের কারণে সৃষ্ট জটিলতার জন্য দায়ী থাকবে না।

রবি এই সাইটে প্রবেশের ক্ষতি, ভাইরাসের আক্রমণ, অবৈধ হস্তক্ষেপ, বা অন্যান্য অনুপ্রবেশ এর কোন নিশ্চয়তা প্রদান করে না এবং এ সংক্রান্ত সমুদয় দায় অস্বীকার করে।


নভেম্বর ২০১৮